সোমবার   ০৬ মে ২০২৪   বৈশাখ ২৩ ১৪৩১   ২৭ শাওয়াল ১৪৪৫

পাঁচ ব্যবসায়ীর বাংলাদেশ ত্যাগে নিষেধাজ্ঞা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৩৭ এএম, ২০ মে ২০২৩ শনিবার


ঢাকা প্রতিনিধি :
২৩৪ কোটি টাকা ঋণখেলাপির মামলায় চট্টগ্রামে পাঁচ ব্যবসায়ীকে বাংলাদেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ মে) বিকেলে অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া পাঁচ ব্যবসায়ী হলেন: সীতাকুন্ডের শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক নাজিম উদ্দিন, পরিচালক মোহাম্মদ হোসেন, জানে আলম ও মাহবুব আলম।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নগরীর আগ্রাবাদের ওয়ান ব্যাংক শাখা থেকে ঋত নিয়েছিলেন এ পাঁচ ব্যবসায়ী। খুব সামান্য পরিমাণ বন্ধক রয়েছেন। এ অবস্থায় তারা দেশত্যাগ করতে পারেন না। দেশত্যাগ করলে বিপুল পরিমাণ খেলাপি ঋণ আদায় অনিশ্চিত হয়ে পড়তে পারে। এজন্য আদালত পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।