মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

ভিউ বাড়াতে `ইচ্ছাকৃত` উড়োজাহাজ বিধ্বস্ত করলেন ইউটিউবার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:১৭ এএম, ১৪ মে ২০২৩ রোববার

ভিডিওতে ভিউ বাড়াতে কত কিছু্ই না করেন ইউটিউবাররা। অনেকভাবেই দর্শকদের ধোঁকা দেন তারা। তবে এবার ভিউ বাড়াতে অদ্ভুত কাণ্ড করে বসেছেন যুক্তরাষ্ট্রের ট্রেভর জ্যাকব নামের এক ইউটিউবার।

তিনি ব্যক্তিগত উড়োজাহাজ নিয়ে মাঝ আকাশে ওঠার পর তা চালু রেখে নেমে পড়েন। পরে সেটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজ বিধ্বস্ত ও নাটকীয়ভাবে প্রাণ বাঁচানোর পুরো ভিডিওটিই ইউটিউবে নিজের চ্যানেলে আপলোড করেন জ্যাকব।

মজার বিষয় হলো, এই পুরো ঘটনাটিকে সত্য বলে দাবি করে মানুষকে ধোঁকা দিয়েছিলেন তিনি। অথচ এর পুরোটাই ছিল পূর্ব পরিকল্পিত। কখন কী করবেন, কীভাবে প্রাণ বাঁচাবেন, সবই ছিলো তার পরিকল্পনার অংশ।

পরে তদন্ত করে এর সত্য উদ্ঘাটন করে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এ ঘটনার নিন্দা জানিয়ে তার বিমান চালনার সার্টিফিকেট বাতিল করে এফএএ কর্তৃপক্ষ।

২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস পাড্রেস বনে বিমানটি বিধ্বস্ত করেছিলেন তিনি। ঘটনার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

তবে এমন কর্মকাণ্ডের পর জামিনে মুক্ত রয়েছেন জ্যাকব। তবে তার ২০ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। সূত্র: নিউইয়র্ক পোস্ট