আজ এক মঞ্চে গাইবেন তারা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৫৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
এ দেশের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান। আর দুই বাংলার শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। এ দুজন ইংরেজি নতুন বছর বরণ উপলক্ষে আজ রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে ‘মনের মানুষ ক্লাব এশিয়া’ শিরোনামের অনুষ্ঠানে গাইবেন।
আরটিভি সূত্রে জানা যায়, বেশ কিছু চমক নিয়ে পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে। অনুপম রায় ও তাহসান খান দুই বাংলায় সমানভাবে জনপ্রিয়। অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে ধারণা করা হচ্ছে।
তাহসান জানিয়েছেন, অনুষ্ঠানে ১০টির মতো গান গাইবেন তিনি। এটি সরাসরি অনুষ্ঠান তাই জনপ্রিয় গানের পাশাপাশি অনুরোধের গানও থাকতে পারে। আর অনুপম রায়ও একই সংখ্যক গান পরিবেশন করবেন বলে জানান তিনি।
এ আয়োজন আরটিভির পাশাপাশি দেখা যাবে অনুষ্ঠানটির পৃষ্ঠপোষক গ্রামীণফোনের ইউটিউব চ্যানেল youtube.com/grameenphone এবং প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ থেকে।
