উৎপত্তিস্থল দোহার ঢাকায় ভূমিকম্প
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৫:১০ পিএম, ৬ মে ২০২৩ শনিবার
আজকাল ডেস্ক
৪.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা। ছুটির দিন শুক্রবার সকালে রাজধানীবাসীর ঘুম ভাঙল ভূমিকম্পের কাঁপুনিতে। আশপাশের অন্যান্য জেলাতেও এই কাঁপুনি অনুভূত হয়েছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার অদূরে দোহার থেকে ১৪.২ কিলোমিটার উত্তর-পশ্চিমে, আজিমপুর থেকে ২৩.৪ কিলোমিটার উত্তর-পূর্বে এবং নারায়ণগঞ্জ থেকে ২৪.৭ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। মৃদু এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও অনেকেই তাঁদের আতঙ্কের কথা জানিয়েছেন। রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই ভূমিকম্পের খবর জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এবং ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৫৭ মিনিটে এ ভূমিকম্প ঘটে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ আরো বড় শক্তির ভূমিকম্পের ঝুঁকিতে আছে।
