বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৪ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিশ্বব্যাংকের আমন্ত্রণে শেখ হাসিনা আজ ওয়াশিংটন আসছেন

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:২৭ এএম, ২৯ এপ্রিল ২০২৩ শনিবার

আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা

   
আজকাল রিপোর্ট
বিশ্বব্যাংকের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আসছেন। ১ মে বিশ্বব্যাংক আয়োজিত অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। আজ দুপুরে ওয়াশিংটন ডিসির ডালেস বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবতরণের কথা রয়েছে।
শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে ওয়াশিংটন ডিসির বিশ্বব্যাংক ভবনের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ করার কর্মসূচি নিয়েছে। দুই দলের এই কর্মসূচির কারণে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। সমাবেশ উপলক্ষে দফায় দফায় বৈঠক করেছে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও বিএনপির  নেতা কর্মীরা।
তার আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ  ২ মে ভার্জিনিয়ার রিটজ কার্লটন হোটেলে শেখ হাসিনার সম্মানে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে। পক্ষান্তরে যুক্তরাষ্ট্র বিএনপি শেখ হাসিনাকে ‘গণতন্ত্র হত্যাকারী ও অবৈধ প্রধানমন্ত্রী’ আখ্যায়িত করে ১ মে বিশ্বব্যাংকের সামনে ও ২ মে প্রধানমন্ত্রীর সংবর্ধনা সভার হোটেলের বাইরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে।
যুুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এক বিবৃতিতে বলেছেন, আওয়ামী লীগের শান্তিপূর্ণ অনুষ্ঠানে বাধার সৃষ্টির জন্য দেশ বিরোধীরা নানা অপপ্রচার চালাচ্ছে।  একই  স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করে তারা দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে চাইছে।
তিনি বলেন, বিরোধীদের প্রতিবাদ করার অধিকার আছে।  কিন্তু তা যেন কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি না করে। আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠানের  বিঘিœত করার চেষ্টা করলে এ দেশের আইনের সহায়তায়  তা প্রতিহত করা হবে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অনুরোধ করবো সাহসের সাথে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মধ্যদিয়ে দেশ বিরোধীদের প্রতিহত করুন।
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতা জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ ও মিল্টন ভূইয়া শেখ হাসিনার স্বৈরাচারী ও অগণতান্ত্রিক মুখোশ বিশ্ববাসীর কাছে তুলে ধরতে জিয়ার সৈনিকদের ১ ও ২ মে ওয়াশিংটন ডিসিতে উপস্থিত থাকতে আহবান জানিয়েছেন।
আগামী ১ মে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারিত্ব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন বিষয়ক এক সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'বাংলাদেশে বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্বের প্রতিফলন’ শীর্ষক একটি গবেষণাপত্র উপস্থাপন করবেন। ওই অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টও বক্তৃতা করবেন। সেমিনারে বাংলাদেশের উন্নয়নের জয়যাত্রা ও বিগত পাঁচ দশকে দেশে বিশ্বব্যাংকের কার্যক্রম তুলে ধরা হবে। এছাড়া, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পকর্ম তুলে ধরতে 'বাংলাদেশ-বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্ব' শীর্ষক মাল্টিমিডিয়া প্রদর্শনীর আয়োজন করা হবে। একই দিন শেখ হাসিনা বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে এক একান্ত বৈঠকে যোগ দেবেন।
এর আগে ২৯ এপ্রিল বিকেলে শেখ হাসিনার সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ করার কথা রয়েছে। আগামী ২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’-এর উচ্চপদস্থ কর্মকর্তারা একান্ত বৈঠকে যোগ দেবেন। পরে ইউএস চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুজান পি ক্লার্ক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
একই দিনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট নিশা বিসওয়ালের আমন্ত্রণে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে একটি ‘উচ্চ পর্যায়ের নির্বাহী’ রাউন্ড টেবিলে মূল বক্তা হিসেবে যোগ দেবেন। এছাড়া বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট অজয় বঙ্গের সঙ্গেও বৈঠক করবেন শেখ হাসিনা ।