১৫ দিনের সফরে তিন দেশে যাচ্ছেন শেখ হাসিনা
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩৭ এএম, ২২ এপ্রিল ২০২৩ শনিবার
আজকাল ডেস্ক
তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ দিনের সফরে জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও’র আমন্ত্রণে টোকিও, বিশ্ব ব্যাংকের আমন্ত্রণে ওয়াশিংটন এবং রাজা চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী। ২৫ এপ্রিল থেকে এই সফর শুরু হবে। আগামী ৯ মে ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালযের একজন কর্মকর্তা বলেন, ‘সফরের শেষ প্রস্তুতি চলছে।’
জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও’র আমন্ত্রণে শেখ হাসিনা ২৫ থেকে ২৮ এপ্রিল টোকিও সফর করবেন। এবারের সফরে বেশ কয়েকটি স্মারক সই ছাড়াও যৌথ বিবৃতিতে দুই দেশের সম্পর্ক ‘কৌশলগত সম্পর্কে’ উন্নীত করার ঘোষণা আসতে পারে। এছাড়া মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য চার জন জাপানি নাগরিককে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ সম্মাননা দেওয়া হবে। এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রীর। এছাড়া একটি বিজনেস সামিট এবং স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী।’
জাপান থেকে যুক্তরাষ্ট্র যাবেন শেখ হাসিনা। বিশ্ব ব্যাংকের সঙ্গে সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে সংস্থাটির প্রেসিডেন্টের আমন্ত্রণে ওয়াশিংটন যাচ্ছেন প্রধানমন্ত্রী। ২৮ এপ্রিল থেকে ৪ মে যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন তিনি। ১ মে এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন। এছাড়া ওইদিনই যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।
এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, ‘অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বিষয়টি সমন্বয় করছেন। আশা করা হচ্ছেÍ অনুষ্ঠানে সামনের দিনগুলোতে বিশ্ব ব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোকপাত করবেন প্রধানমন্ত্রী।’
এরপর তার সফরসূচিতে রয়েছে লন্ডন। রানি এলিজাবেথ মারা যাওয়ার পর রাজা হয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র রাজা চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। ওই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ৪ থেকে ৮ মে লন্ডনে অবস্থান করবেন প্রধানমন্ত্রী।
