সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

উবার অ্যাপসে গোপনে অডিও রেকর্ড করা যাবে

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:২২ এএম, ১৫ এপ্রিল ২০২৩ শনিবার


 
আজকাল রিপোর্ট
উবার তাদের অ্যাপসে অডিও রেকর্ড করার টেকনোলজি সংযোজন করছে। এতে করে উবার ড্রাইভার ও প্যাসেঞ্জার উভয়েই গোপনে অডিও রেকর্ড করতে পারবে। গত বুধবার ১২ এপ্রিল এ ঘোষণা দেয়া হয়েছে। এতদিন নিউইয়র্ক সিটির উবারে এই টেকনোলজি সংযোজিত ছিল না। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৫০টি শহওে ইতোমধ্যে উবারে অডিও রেকর্ডিং ব্যবস্থা চালু হয়েছে। এবার তা নিউইয়র্কেও হবে। অ্যাপসের ব্লু শিল্ড আইকনে চাপ দিয়ে ড্রাইভার বা প্যাসেনঞ্জার রেকডিং শুরু করতে পারবেন। এতে ড্রাইভার বা প্যাসেনঞ্জারের একে অপরের অনুমতি নেবার প্রয়োজন হবে না। একে বলা হচ্ছে ‘সেফটি টুলকিট’।
উবার প্রোডাক্ট ম্যানেজার এন্ডি পাইমেন্টেল ডান বলেছেন, এ সিকিউরিটি টুলস সংযোজনে ড্রাইভার ও প্যাসেনঞ্জার উভয়েই কমফোর্ট ফিল করবেন। এতে উভয়েই ‘পিস অব মাইন্ডে’ থাকবেন। যখন ট্রিপ শেষ হবে, রেকডিং স্বয়ংক্রীয়ভাবে বন্ধ হয়ে যাবে। তবে তা ব্যবহারকারীর ফোনে সংরক্ষিত থাকবে। তা তৃতীয় কোন পক্ষ দেখতে পারবে না। যদি অ্যাপস ব্যবহারকারী অভিযাগের ডকুমেন্টস হিসেবে রেকর্ডিং উবার কর্তৃপক্ষের কাছে পেশ করে তবেই তারা দেখতে পারবেন। উবার সেফটি এজেন্ট তা দেখে ও শুনে অভিযোগের ব্যাপারে পদক্ষেপ নিতে পারবে।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে উবার ও ক্যাব ড্রাইভারদের ওপর অহরহ হামলা হচ্ছে। বেশ কয়েকজন উবার ড্রাইভার সম্প্রতি নিহত হয়েছেন। উবার কর্তৃপক্ষের মতে, এই নতুন ব্যবস্থায় ড্রাইভার ও প্যাসেনঞ্জার উভয়েই উপকৃত হবেন। ড্রাইভার বা প্যাসেনঞ্জার যে কোন একজন এই রেকর্ডিং শুরু করতে পারবেন। কারোরই কাউকে জানাতে হবে না। তবে উভয়েই যদি রেকর্ডিং করতে থাকেন তবে তারা সিস্টেমের মাধ্যমে অবহিত হবেন। নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েনেন্সের পরিচালক, ভৈরবী দেশাই বলেছেন, বিষয়টি শুনতে ভালোই মনে হচ্ছে। তবে  উবার তো সবসময় প্যাসেনঞ্জারদের পক্ষই অবলম্বন করে।