এসো হে বৈশাখ এসো এসো
স্বাগত ১৪৩০ বঙ্গাব্দ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৬:১১ এএম, ১৫ এপ্রিল ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট
আজ পহেলা বৈশাখ। পুরাতনকে পিছনে ফেলে বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩০।
আজ থেকে আরেকটি নতুন বছরের পরিক্রমা শুরু হলো বাঙালির জাতির জীবনে। আজ বাংলাভাষীর জীবনের এক অমলিন আনন্দের দিন। বাঙালি আজ সকালে জেগে উঠেছে নতুন সূর্যের আলোয়।
গতকাল ছিল বাংলা বর্ষের শেষ দিন। বাংলার চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি। শেষ সূর্যাস্তের সাথে বিলীন হয়ে গেল আরেকটি বছর।
আজকের দিনটি বাঙালির একটি সর্বজনীন লোকোৎসব। পহেলা বৈশাখ আমাদের মনের ভেতরের সব ক্লেদ, জীর্ণতা দূর কওে, নতুন উদ্যমে বাঁচার অনুপ্রেরণা দেয়। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ।
পহেলা বৈশাখ জাতির এক অনুপ্রেরণার দিন। সবচেয়ে বৃহত্তম অসাম্প্রদায়িক ও সর্বজনীন উৎসবও এটি। আজ সর্বস্তরের মানুষ হৃদয়ের টানে, বাঙালিয়ানার টানে মিলিত হবে এ উৎসবে। তাতে থাকবে না কোনো ধর্ম-বর্ণের ভেদাভেদ, থাকবে না ধনী-গরিবের বৈষম্য। উৎসবে শামিল হয়ে বাঙালি তার আপন ঐতিহ্য, সাংস্কৃতিক নিজস্বতা ও গৌরবময় জাতিসত্তার পরিচয়ে আলোকিত হবে। বাঙালির এ চেতনাই গোটা জাতিকে মিলিত করেছিল, মহান মুক্তিযুদ্ধে নিজস্ব অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রেরণা জুগিয়েছিল। পহেলা বৈশাখে তাই বাঙালি আনন্দ-উৎসবের মধ্য দিয়ে আবার জেগে ওঠে, এক সুরে গেয়ে ওঠে বাঙলির জয়গান।
পহেলা বৈশাখে নিউইয়র্কসহ গোটা আমেরিকার নানা বয়সের মানুষ উৎসবের আলোয় রঙিন হয়ে উঠবে। বাংলা নববর্ষক বরণ করে নিতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচী গ্রহন করেছে।
আজ নতুন বছরকে স্বাগত জানাতে নিউইয়র্কের টাইমস স্কয়ারে শতকন্ঠে উদযাপন করা হচ্ছে ১৪৩০ বাংলা বর্ষবরণ। জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আগামী কাল শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলা। উদ্বোধন করবেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস।
একুশে পদকপ্রাপ্ত নৃত্য শিল্পী মুক্তিযোদ্ধা লায়লা হাসানের নেতৃত্বে বাংলাদেশ থেকে এ আয়োজনে যোগ দিতে আসবেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। কলকাতা থেকে আসবেন কমলিনী মুখোপাধ্যায় ও নন্দনা দেব সেন। মহিতোষ তালুকদার তাপসের পরিচালনায় শতকন্ঠে বর্ষবরণের পঞ্চম মহড়ায় এ ঘোষণা দেয় আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড।
সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটননে সঞ্চালনায় মহড়া অনুষ্ঠানে বিশ্বজিত সাহা বলেন, বাংলা বছরের প্রথম দিন ভোরের সূর্যোদয়ের সঙ্গে টাইমস্কয়ারে শত কন্ঠে গানের মাধ্যমে বছরকে বরণ করে নেয়া হবে। অনুষ্ঠান চলবে সকাল আটটা পর্যন্ত।
রমনার বটমূলের আদলে বর্ষবরণ অনুষ্ঠান হবে ১৫ এপ্রিল শনিবার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। এদিন মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করবেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস। সংস্কৃতির পরিবেশনা চলবে সকাল ৭টা থেকে একটানা রাত ১০টা পর্যন্ত।
এ ছাড়াও নিউইয়র্কের প্রকৃতি,আনন্দধ্বনি, বিপা,সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদ নববর্ষ উদযাপনে কর্মসূচি গ্রহণ করেছে।
