বই উৎসব আগামীকাল
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
বই বিতরণ উৎসব আগামীকাল। সারাদেশে একযোগে মঙ্গলবার (১ জানুয়ারি) প্রাক-প্রাথমিক থেকে শুরু করে নবম শ্রেণি পর্যন্ত স্কুল, মাদ্রাসা ও ভোকেশনালের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হবে।
জানা যায়, মঙ্গলবার কেন্দ্রীয়ভাবে রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উৎসবের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীরসহ অনেকে উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, এ বছর বই বিতরণ উৎসবে বিনামূল্যে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে নবম শ্রেণি পর্যন্ত সারা দেশের সকল স্কুল, মাদ্রাসা ও ভোকেশনালের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মোট ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি নতুন বই বিতরণ করা হবে।
