সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

ইতিহাস গড়ে জিতল দ. আফ্রিকা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪১ এএম, ২৭ মার্চ ২০২৩ সোমবার

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি সংস্করণে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা। গতকাল রাতে সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেওয়া ২৫৮ রানের চ্যালেঞ্জ প্রোটিয়ারা টপকে গেছে ৬ উইকেট ও ৭ বল হাতে রেখেই। এর আগে ২০১৮ সালে নিউজিল্যান্ডের ২৪৩ রানের পাহাড় ডিঙিয়েছিল অস্ট্রেলিয়া।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৫৮ রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই ক্যারিবীয়দের সর্বোচ্চ সংগ্রহ। রেকর্ড রানের ভিত গড়ে দিয়েছেন জনসন চার্লস। বিস্ফোরক ব্যাটিংয়ে এই সংস্করণে ক্যারিবীয় হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। প্রোটিয়াদের বেধড়ক পিটিয়ে ৩৯ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন চার্লস। তিনি ভেঙেছেন ক্রিস গেইলের রেকর্ড। ২০১৬ সালে মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন গেইল। ২০১৭ সালে পচেফস্ট্রুমে বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। তার রেকর্ড ভাঙতে না পারলেও গেইলকে পেছনে ফেলেছেন চার্লস। শেষ পর্যন্ত ৪৬ বলে ১১৮ রানে থেমেছেন তিনি। ১০টি চার ও ১১টি ছক্কায় ইনিংস সাজিয়েছেন ক্যারিবীয় ব্যাটসম্যান।

ঝড় উঠেছে কাইল মেয়ার্সের ব্যাটেও। ২৭ বলে পাঁচটি চার ও চারটি ছক্কায় ৫১ রানে আউট হন এই ওপেনার। রোমারিও শেফার্ড ১৮ বলে ৪১* রান করেছেন।

জবাবে বিস্ফোরক সূচনা করেছে দক্ষিণ আফ্রিকাও। দলটির ওপেনার কুইন্টন ডি কক আবার ৪৩ বলে সেঞ্চুরি করেছেন। দেশের হয়ে এই সংস্করণে প্রথম শতকের দেখা পাওয়া ডি কক আউট হয়েছেন কাটায় কাটায় ১০০ রানে। ডি কক-ঝড়ের ওপর দাঁড়িয়ে রোমাঞ্চকর রান তাড়ায় ১২ ওভারে ২ উইকেটে ১৮০ রান করে দক্ষিণ আফ্রিকা। রিজা হেন্ড্রিক্সের সঙ্গে ডি ককের উদ্বোধনী জুটি ভাঙে ১৫২ রানে। ঝোড়ো ২৮ বলে ১১টি চার ও দুই ছক্কায় ৬৮ রানে সাজঘরে ফেরেন হেন্ড্রিক্স। শেষ দিকে ২১ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন অধিনায়ক এইডেন মার্করাম। দুর্দান্ত এই জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা। আগামীকাল সিরিজ নির্ধারণী ম্যাচ।