যুক্তরাষ্ট্রের প্রতিবেদন লজ্জার : মির্জা ফখরুল
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩৩ এএম, ২৫ মার্চ ২০২৩ শনিবার
আজকাল ডেস্ক
যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে যে মূল্যায়ন প্রকাশ করা হয়েছে, তা দেখে ‘লজ্জা’ পাওয়ার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, ‘দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, সাংবাদিকদের সত্য কথা লেখার অধিকার নেই। বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমান স্মরণে গত বুধবার দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কেএম ওবায়দুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনায় তিনি এসব কথা বলেন। ২০০৭ সালের ২১ মার্চ মারা যান কেএম ওবায়দুর রহমান।
মির্জা ফখরুল তার বক্তব্যে দীর্ঘসময় কথা বলেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন নিয়ে। তিনি বলেন, ‘এটা পড়লে এত লজ্জিত হই যে, কী দেশ হলো আমার! রিপোর্টে এসেছে যে, গণতন্ত্র ও মানবাধিকারের লেশমাত্র এখানে নেই। এখানে ক্রসফায়ারে মানুষকে মেরে ফেলা হচ্ছে, বিনাবিচারে মানুষকে হত্যা করা হচ্ছে, মানুষ গুম হয়ে যাচ্ছে। এখানে একজনকে গ্রেপ্তার করতে না পেলে তার আত্মীয়স্বজনকে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এমনকি বিদেশে কেউ এ সরকারের বিরুদ্ধে কথা বললে তার আত্মীয়স্বজনকে এখানে নির্যাতন করা হচ্ছেÍএই একটা ভয়াবহ চিত্র এ রিপোর্টের মধ্যে এসেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘এ রিপোর্ট বের হওয়ার পরে আওয়ামী লীগের নেতারা এখন তাদের মতো করে বলতে শুরু করেছেন, যুক্তরাষ্ট্র তার নিজের দিকে তাকায় না। তবে যুক্তরাষ্ট্র নিজের দিকে তাকায় বলেই তো এ রিপোর্ট তৈরি হয়েছে। তারা গণতন্ত্রকে তাদের রাষ্ট্রে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং এ কারণেই গণতন্ত্রের নেতা হিসেবে তারা কাজ করছে। আর আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে একনায়কতন্ত্র, কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে।’ আওয়ামী লীগ সচেতনভাবে একদলীয় শাসন কায়েম করতে চায় বলে অভিযোগ করেন তিনি। সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাটের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, শাহজাদা মিয়া, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম, সেলিমুজ্জামান সেলিম, জাগপার আসাদুর রহমান খান, মৎস্যজীবী দলের আবদুর রহিম, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল, প্রয়াত কেএম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ প্রমুখ বক্তব্য দেন।
