বিপুল ভোটে বিজয়ী ৩ তারকা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সংস্কৃতি ও বিনোদন জগতের তিন তারকা প্রার্থী।
বাকের ভাইখ্যাত জনপ্রিয় অভিনেতা ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর তৃতীয়বারের মতো নীলফামারী থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
নীলফামারী-২ আসনে এক লাখ ৭৭ হাজার ৬৫৭টি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী আসাদুজ্জামান নূর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান মন্টু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৪৮৪টি ভোট।
রোববার সন্ধ্যায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজিয়া শিরিন বেসরকারিভাবে আসাদুজ্জামান নূরকে নির্বাচিত ঘোষণা করেন।
মানিকগঞ্জে-২ আসনে দ্বিতীয়বারের মতো বড় ব্যবধানে জয় পেয়েছেন সংগীতশিল্পী মমতাজ বেগম।
প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক ফারুক জয় করেছেন ভোটারদের মন। ঢাকা-১৭ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী আন্দালিব রহমান পার্থকে তিনি সোয়া লাখ ভোটের ব্যবধানে হারিয়েছেন।
তবে বিএনপি থেকে নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের কাছে হেরেছেন সংগীতশিল্পী কনক চাঁপা।
