মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

নেইমারকে ঢাকায় আনার উদ্যোগ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:১৫ এএম, ৩০ জানুয়ারি ২০২৩ সোমবার

বিশ্বের জনপ্রিয় ফুটবলার ব্রাজিলের নেইমার জুনিয়রের ঢাকা আসার কথা জোরেশোরে শোনা যাচ্ছে। বাফুফে নয় নেইমারকে আনার উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস। বাংলাদেশের কিশোরগঞ্জের রবিন মিয়া নেইমারের প্রচারণার কাজে যুক্ত রয়েছেন। কিছুদিন আগে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের সঙ্গে রবিনের বৈঠক হয়। সেখানে নেইমারকে কোনোভাবে বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত করা যায় কিনা আলোচনা হয়। রবিন মিয়া বসুন্ধরা কিংসের আগ্রহের কথা নেইমারের এক এজেন্টের কাছে তুলে ধরেন। ইমরুল হাসান বলেন, ‘নেইমারকে আনতে আমরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছি। নেইমারের এজেন্ট জানতে চেয়েছেন বসুন্ধরা কিংস কি কাজে নেইমারকে ঢাকা নিতে চায়। এরপর শর্ত দেবে তারা। আমরা এসব বিষয় নিয়েই নেইমারের এজেন্টের সঙ্গে আলোচনা করব। সব কাজ দ্রুত এগিয়ে চলেছে।’