শীতকালীন রোগে বাংলাদেশে দুইমাসে ৮৮ মৃত্যু
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:০২ এএম, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার
আজকাল ডেস্ক
প্রকৃতিতে ঠান্ডার প্রকোপ বাড়ায় নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের প্রদাহজনিত অসুস্থতাসহ শীতকালীন বিভিন্ন রোগ বাড়ছে। ২০২২ সালের ১৪ নভেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সারা দেশে এআরআইতে ৮৫ এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজম্যান্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্র যুগান্তরকে এসব তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ নভেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সারা দেশে ৫৮ হাজার ৪৭৮ জন শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮৫ জন মৃত্যুবরণ করেছেন। শীতকালীন ডায়রিয়ায় তিন লাখ ৪৭ হাজার ১৯০ জন আক্রান্ত হয়েছেন। এতে তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে শীতকালীন রোগ অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস (এআরআই) এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিন হাজার ৩১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
