বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪   বৈশাখ ২৬ ১৪৩১   ০১ জ্বিলকদ ১৪৪৫

বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:০০ এএম, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার

নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাবের ডিনারে মোর্শেদ আলম

আজকাল রিপোর্ট
নিউইয়র্কে বাংলাদেশিদের সংখ্যা যেভাবে বেড়ে চলেছে সে তুলনায় তারা এখনও মূলধারায় নিজেদের স্থান করে নিতে পারেনি। গত ১৫ জানুয়ারি নিউ আমেরিকান ডেমাক্র্যাটিক ক্লাবের একাদশতম  বার্ষিক ডিনারে মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম এ মন্তব্য করে প্রবাসী বাঙালিদের প্রতি জোরালোভাবে মূলধারায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
 
 
 

 
উডসাইডের গুলশান টেরেসে আয়োজিত এই অনুষ্ঠানে কংগ্রেসওম্যান ইভ্যাটি ডি ক্লার্ক,স্টেট সিনেটর জন ল্যু, স্টেট এসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার, ক্যাটালিনা ক্রুজ, জেসিকা গঞ্জালেজ, সিটি কম্পট্রোলার ব্র্যাড লেন্ডার,সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান, সিটি মেয়রের আন্তর্জাতিক বিষয়ক উপ-পরিচালক দিলীপ চৌহান, সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ, মেয়রের এশিয়ান বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান প্রমুখ বক্তব্য রাখেন।
আহনাফ আলম, নূসরাত আলম, পোল এবং রুবাইয়া রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মার্টিন লুথার কিং জুনিয়রের প্রতি সম্মান জানানো হয়। এর আগে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।
অনুষ্ঠানে কম্যুনিটিতে বিশেষ অবদানের জন্যে অ্যাটর্নি মঈন চৌধুরী, ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির চ্যান্সেলর আবুবকর হানিপ, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মঞ্জুরুল হাসান, ডিএনসি মেম্বার খোরশেদ খন্দকার সহ বেশ কয়েকজনকে ‘বিশেষ সম্মাননা ক্রেস্ট’ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে সম্মান জানানো হয়।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডেমোক্র্যাটিক ক্লাবের প্রতিষ্ঠাতা মোর্শেদ আলম  প্রবাসী  বাঙালিদের অভিবাসনের স্বপ্ন পূরণে আরো জোরালোভাবে মূলধারায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিউইয়র্কে বাংলাদেশিদের সংখ্যা যেভাবে বেড়ে চলেছে, সে তুলনায় মূলধারায় নিজেদের স্থান তারা এখনও করে নিতে সক্ষম হননি। এই শূন্যতা দূর করতে হবে। এই ডিনার আয়োজনে সহযোগিতা করে নিউ আমেরিকান ইয়থ ফোরাম অব নিউইয়র্ক ও নিউ আমেরিকান ওম্যানস ফোরাম অব নিউইয়র্ক।