রোববার   ০৪ মে ২০২৫   বৈশাখ ২১ ১৪৩২   ০৬ জ্বিলকদ ১৪৪৬

নিজের বিয়েতে সাবেক প্রেমিকদের নিমন্ত্রণ!

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:১৯ এএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

নিজের বিয়েতে সাবেক প্রেমিকদের নিমন্ত্রণ জানিয়েছেন এক কনে। শুধু তাই নয়, সাবেক প্রেমিকদের সবাইকে একই টেবিলে খাওয়ার ব্যবস্থা করেছেন।

ঘটনাটি ঘটেছে ৮ জানুয়ারি, চীনের হুবেই প্রদেশে। ওই বিয়ের ভোজ অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, অনুষ্ঠানে একটি টেবিলে অন্তত পাঁচজন তরুণ বসে আছেন। ওই টেবিলের ওপর রাখা একটি কার্ডে লেখা ‘টেবিলটি সাবেক প্রেমিকদের জন্য’।

ভিডিওতে দেখা যায়, সাবেক প্রেমিকার বিয়ের ভোজ অনুষ্ঠানে বেশ শান্তশিষ্টই ছিলেন ওই তরুণেরা। তবে চারপাশের উৎসবমুখর পরিবেশের সঙ্গে যেন খাপ খাইয়ে নিতে পারছিলেন না। তারা যে অস্বস্তিতে ভুগছেন, তা তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল।

এদিকে ওই পাঁচ তরুণের সঙ্গে টেবিলে বসে ছিলেন দুই নারীও। অনেকে বলছেন, তাঁরা ছিলেন ওই তরুণদের দুজনের বর্তমান সঙ্গী।

তবে চীনে কিন্তু এমন ঘটনা এই প্রথম নয়। এর আগে দেশটির গুয়াংডং প্রদেশে একটি বিয়েতে একই ঘটনা ঘটেছিল। গত বছরের জুনে ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সাবেক প্রেমিকদের জন্য সাজানো একটি টেবিলে বসে আছেন নয়জন তরুণ।