বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাংলাদেশের স্থান ১০২

জাপানের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১৭ এএম, ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার


    
আজকাল রিপোর্ট
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় জাপান। এ দেশের পাসপোর্ট বহনকারিরা বিশ্বের ২২৭টি গন্তব্যস্থলের মধ্যে ১৯৩টিতে বিনা ভিসায় বা এরাইভাল ভিসা নিয়ে গমন করতে পারে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন এর তথ্যানুসারে সিঙ্গাপুর ও সাউথ কোরিয়ার পাসপোর্ট দ্বিতীয় স্থান লাভ করেছে। এরপরই স্থান পেয়েছে জার্মান ও স্পেনের পাসপোর্ট। যুক্তরাজ্যের পাসপোর্টের স্থান ৬ষ্ঠ। ৭ম স্থান দখল করেছে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। ১৮৬টি গন্তব্যে ভিসা ছাড়া বা এরাইভাল ভিসা নিয়ে যেতে পারেন আমেরিকান পাসপোর্টধারীরা।
সবচেয়ে দুর্বল পাসপোর্ট আফগানিস্থানের। আফগান নাগরিকরা মাত্র ২৭টি স্থানে যেতে পারেন বিনা ভিসায়। তাদের স্থান ১১০তম।  বাংলাদেশের পাসপোর্টের মান ১০২ নম্বরে। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ৪১টি গন্তব্যে যাওয়া যায় ভিসা ছাড়া। পাকিস্তানের পাসপোর্টের র‌্যাকিং বাংলাদেশেরও নীচে। তার স্থান ১০৭তম। পাকিস্তানের পাসপোর্ট নিয়ে ৩২টি স্থানে বিনা ভিসায় যাওয়া যায়।