বিপিএলের প্রথম এমপিকে রংপুর রাইডার্সের অভিনন্দন
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:২৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
গত আসরগুলোর তুলনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরটি হতে যাচ্ছে সবচেয়ে তারকাবহুল। এর আগেও ক্রিকেট বিশ্বের অনেক রথী মহারথী বিপিএলে খেলেছেন। তবে তাদের কেউই প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। এবারই প্রথম কোনো সংসদ সদস্য খেলবেন বিপিএলে। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক এবং বিপিএল দল রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
নিজ জেলা নড়াইল-২ আসন থেকে নৌকা প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ম্যাশ। খেলার মাঠের সাফল্যের পাশাপাশি প্রথম সুযোগেই রাজনীতির মাঠে ছক্কা হাঁকানো মাশরাফি ক্রীড়াঙ্গনেও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। রংপুর রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেইজে এক পোস্টে বলা হয়েছে, 'আরও একটি অর্জনের জন্য অভিনন্দন, মাশরাফি বিন মুর্তজা। বিপিএলে কোনো দলের হয়ে খেলা প্রথম এমপি হতে যাচ্ছেন তিনি।'
মাশরাফি মানেই যেন জাদুর পরশ। বিপিএলের বিগত ৫ আসরের চারটিতেই শিরোপা উঠেছে তার হাতে। সর্বশেষ আসরে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ফ্র্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে শিরোপা জয় করেন ম্যাশ। এবারের আসরেও আইকন ক্রিকেটার হিসেবে রংপুর রাইডার্সে খেলবেন মাশরাফি। নিঃসন্দেহে এবারও দলের নেতৃত্বের দায়িত্ব থাকবে তার কাঁধে।
