বুধবার   ১৯ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৫ ১৪৩২   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

টেকনাফে জেলেদের ওপর মিয়ানমার বিজিপির গুলি, আহত ১

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০০ এএম, ২২ নভেম্বর ২০২২ মঙ্গলবার

নাফ নদীতে মাছ ধরতে থাকা জেলেদের ওপর গুলি চালিয়েছে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী। এক জেলে গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বিকালে সীমান্তের টেকনাফের শাহপরীর দ্বীপের গোলাচর এলাকায় নাফ নদে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ জেলে টেকনাফ পৌরসভার নাইট্যং এলাকার মৃত মনো মিয়ার ছেলে মোহাম্মদ কাসেম (৩৮)।

টেকনাফ পৌর কাউন্সিলর দিল মোহাম্মদ বলেন, ‘তারা কয়েক জন মিলে নৌকা নিয়ে সাগরে মাছ শিকারে যায়। মাছ ধরা শেষে ফেরার পতে হঠাৎ বিজিপির একটি দল বাংলাদেশ জলসীমায় ঢুকে গুলি ছোড়ে। এসময় মোহাম্মদ কাসেম গুলিবিদ্ধ হন।’

তিনি আরও বলেন, ‘ পরে গুলিবিদ্ধ কাসেমকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান তার সঙ্গে থাকা জেলেরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন।’

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক খানে আলম বলেন, ‘বিকালে দুই পায়ে রক্তাক্ত অবস্থায় কাসেম নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।’

টেকনাফ মডেল থানার ওসি আবদুল হালিম বলেন, ‘একজন জেলে গুলিবিদ্ধ খবর শুনেছি। ঘটনার বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি।’