বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

নারায়ণগঞ্জে হ্যাটট্রিক জয় পেলেন যারা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:১২ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মধ্য দিয়ে সংসদ সদস্য হিসেবে হ্যাট্রিক জয় অর্জন করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের গোলাম দস্তগীর গাজী ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের নজরুল ইসলাম বাবু। নিজ দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বাধা সহ বিভিন্ন বাধা বিপত্তিকে পেরিয়ে এই দুই আওয়ামীলীগের সংসদ সদস্য হ্যাট্রিক জয় অর্জন করেছেন। এবারের নির্বাচনে জয়ের মধ্যে তারা টানা তিনবারের মতো সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

জানা যায়, দুটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনটিতে  স্বাধীনতা পরবর্তী বেশির ভাগ সময় এ আসনে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই ক্ষমতায় সমান আধিপত্য বিস্তার করে আসছিল। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৪টি নির্বাচনে দুইবার জয় পান বিএনপির হেভিওয়েট প্রার্থী আব্দুল মতিন চৌধুরী। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০৮ সালে আসনটি দখলে নেয় আওয়ামী লীগের মেজর জেনারেল কে এম শফিউল্লাহ ও গোলাম দস্তগীর গাজী।

একই সাথে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় সহজেই ফের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে যান গোলাম দস্তগীর গাজী। তার ধারাবাহিকতায় এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে তিনি হ্যাট্রিক জয়ের পথে ছিলেন। নির্বাচনের ফলাফলে প্রতিপক্ষকে হারিয়ে তিনি জয়ও পেয়ে যান। আর এই জয়ের মধ্যে দিয়ে তার হ্যাট্রিক জয় অর্জন হলো। তবে এই পথ পাড়ি দিতে গোলাম দস্তগীর গাজী নিজ দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বাঁধাসহ অনেক ঘাত প্রতিঘাততে উপেক্ষা করতে হয়েছে।

একইভাবে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনেও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে নজরুল ইসলাম বাবু প্রথম সংসদ সদস্য হিসেবে হিসেবে নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বর্জন করায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে যান তিনি। যার ধারাবাহিকতায় এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি হ্যাট্টিক জয়ের পথে ছিলেন। তার সূত্র ধরে তিনি জয়ও পেয়ে গেছেন। ফলে সংসদ সদস্য হিসেবে তিনি টানা তৃতীয়বারের মতো দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

তবে এইজন্য নজরুল ইসলাম বাবুকে অনেক কন্টকাকীর্ণ পথ পাড়ি দিতে হয়েছে। সংসদ নির্বাচনের  আলাপ আলোচনার প্রথম দিকে বাধা হিসেবে আবির্ভাব হয়েছিলেন নিজ দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। পরবর্তীতে বিরোধী দলের মনোনীত প্রার্থীরা বাঁধা হিসেবে দাঁড়ান। তারপরেও কোন বাঁধাই রুখতে পারেনি নজরুল ইলসাম বাবুকে। সকল বাধাকে জয় করে তিনি তার লক্ষ্যে পৌঁছেছেন।