মা হচ্ছেন দীপিকা!
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৩৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
সম্প্রতিই বেশ ধুমধাম করে বিয়ের আয়োজন শেষ করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। দীর্ঘদিনের প্রেমের ইতি টেনে সংসার জীবন অনেকটাই সুখে কাটাচ্ছেন তারা। তবে নায়িকা বলে কথা, গুঞ্জন যেন পিছুই ছাড়ছে না ‘পদ্মাবত’ নায়িকা দীপিকার।
কেননা বলিউডে এখন জোর গুঞ্জন, দীপিকা নাকি মা হতে চলেছেন! হ্যাঁ এমনটাই নাকি বলছেন অনেকে। সঞ্জয়লীলা বনশালির ‘পদ্মাবত’-এর পর দীপিকা আর কোনো সিনেমার কাজেও হাত দেননি। বিয়ের পরও দীপিকা এখনো কোনো কাজ শুরু করেননি।
যদিও রণবীর কিন্তু সিনেমার শ্যুটিং চালিয়ে যাচ্ছেন। তাই দীপিকার মা হওয়ার গুঞ্জন এসেই পড়েছে। এবার এ বিষয়ে নিজেই মুখ খুললেন দীপিকা নিজেই।
মা হওয়ার প্রসঙ্গে দীপিকা বলেন, যখন এটা হওয়ার হবে। বিয়ের পর মা হওয়ার প্রসঙ্গ এসেই যায়। আমাকেও অনেক এমন মানুষই মা হওয়ার কথা বলছেন, বিশেষ করে যাদের সন্তান রয়েছে। হ্যাঁ, এটা ঠিক এটা কখনো না কখনো ঘটবেই (মা হওয়া প্রসঙ্গে)। তবে আমার মনে হয় না, সারাক্ষণ একজন মহিলাকে এ বিষয়ে প্রশ্ন করতে থাকা ঠিক নয়। আমার মনে হয় যখন এটা ঘটবে তখনই এই প্রশ্নটা বন্ধ হয়ে যাবে।
প্রসঙ্গত, বিয়ের পর অভিনেত্রীদের মা হওয়ার গুজব খুব সহজেই ছড়িয়ে পড়ে। যদিও সবক্ষেত্রে এ বিষয়টি সত্যি নয়। কিছুদিন আগে অনুশকা শর্মাও মা হতে চলেছেন বলে একটি খবর ছড়িয়ে পড়েছিল। পড়ে জানা গেল, অনুশকা মা হচ্ছেন না, তিনি অসুস্থ, স্লিপডিস্কের সমস্যায় ভুগছেন। একই ভাবে দীপিকার ক্ষেত্রেও তেমনই একটি গুজব ছড়িয়ে পড়ে।
