বর্ণাঢ্য আয়োজনে অনুষ্টিত হলো চবি এলামনাইয়ের মিলনমেলা
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৫৫ এএম, ৫ নভেম্বর ২০২২ শনিবার
আজকাল ডেস্ক
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের মিলনমেলা। সংগঠনের ২৯ বছর পূর্তি উপলক্ষে
২৯ অক্টোবর শনিবার ফ্ল্যাশিংয়ের শেরাটন হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাঁদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে আমেরিকার অন্যান্য স্টেট থেকেও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এসেছিলেন।
মূল মঞ্চে ফুলের পাপড়ি ছিটিয়ে সভাপতি সাবিনা শারমিন নিহার অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানের আহবায়ক ও সংগঠনের সাবেক সভাপতি পারভেজ কাজী সংগঠনের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ এ. জাহেদ, অনুষ্ঠানের আহবায়ক ও সংগঠনের সাবেক সভাপতি পারভেজ কাজী, সাবেক সভাপতি ও প্রধান সমম্বয়কারী মোঃ রেজাউল করিম সগীর। উদ্বোধনী আনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,সংগঠনের সাধারণ সম্পাদক রতন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন,সদস্য সচিব কামাল হোসেন মিঠু ও সায়ান নিবিড় শারমিন।
অনুষ্ঠান উদ্বোধনের পর সম্মিলিতভাবে এলামনাই সঙ্গীত পরিবেশন করেন এলামনাইয়ের সদস্যরা। এই পর্বটির পরিচালনা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গানটির রচয়িতা,সুরকার তাজুল ইমাম। এলামনাই সঙ্গীত পরিবেশনের পর এর রচয়িতা এবং সুরকার, চিত্রশিল্পী,মুক্তিযোদ্ধা তাজুল ইমামকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সাবেক সভাপতি আবদুল আজিজ নঈমী।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন- মার্জিয়া সুলতান, ফাহমিদা ইয়াসমিন এ্যানী,রুদ্রনীল দাশ রুপাই, সুপ্রিয়া চৌধুরী, ফরহাদ খান।
এ্যানি ফেরদৌসের কোরিওগ্রাফিতে নৃত্যে অংশ নেন বিপা’র একদল শিশু শিল্পী, আদৃকা সেন, নামিয়া আমিন। কবিতা আবৃত্তি করেন- মুন জেবিন হাই। এ ছাড়াও সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন- জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাজুল ইমাম, বাদশা বুলবুল ও হৈমন্তী রক্ষিত মান। “মাটি ব্যান্ড” মিউজিশিয়ান দল, তবলাবাদক পিনুসেন দাশ, মন্দিরাতে শিল্পী শহীদ উদ্দীন যন্ত্র সংগীতে সহযোগিতা করেন।
অনুষ্ঠানে রেজিষ্ট্রেশনের দায়িত্ব পালন করেন - মীর কাদের রাসেল, ফারহানা আকতার,মহিউদ্দীন মোহাম্মদ আলমগীর, মাকসুদা খানম, মোহাম্মদ আমিনুল ইসলাম। আপ্যায়ন ও সার্বিক সহযোগিতায় ছিলেন- অধ্যাপক এ কে আখতার হোসেন, আবুল কাসেম, অধ্যাপক গোলাম মোহাম্মদ মুহিত, অনুপ দাশ, সৌমেন্দ্র কুমার নন্দী, অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল মাওলা, মোহাম্মদ হুমায়ূন কবির, মোহাম্মদ নিজাম উদ্দিন, ইকবাল মোহাম্মদ, গণেশ চন্দ্র ভৌমিক, মুহাম্মদ এয়াকুবউদ্দিন চৌধুরী, কল্লোল মজুমদার, সলিল কুমার চৌধুরী, কাজী শহিদুল ইসলাম লিটন, মোহাম্মদ আমির আজম চৌধুরী, ফরিদা শিরিন খান, কণিকা ধর মুনমুন, কল্লোল দাশগুপ্ত, সুমিত্রা ভৌমিক।
অনুষ্ঠানে সাঈদ রেজা মেহমুদ, অধ্যাপিকা হুসনে আরা বেগম, সাঈদা আক্তার লিলি, স্বপন বড়–য়া, আবুল কালাম আজাদ, শমিত মন্ডল, সৈয়দ মিজানুর রহমান, আবদুস সবুর, কাজী আশরাফ হোসেন নয়ন, সৈয়দ রেজা, আবদুর রব চৌধুরী, নিলোফার জাহান, এ্যানি ফেরদৌস, ডাঃ প্রতাপ দাশ,আবদুল কাদের মিয়া, আহসান হাবিব, নুরুল আমিন এবং শাহীদা সিকদার হাই সহ কম্যুনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এলামনাই নাইট উপলক্ষে ‘ধুলোট’ নামক একটি স্মরণিকা প্রকাশ করা হয়।
