শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

গুগলে এ বছরও বেশি খোঁজা হয়েছে সানি লিওনকে

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩১ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

চলতি বছরে কোনো সিনেমা মুক্তি না পেলেও গুগলে সবচেয়ে বেশি সার্চ করা ভারতীয় অভিনেত্রীর খেতাব জিতেছেন সানি লিওন।

সম্প্রতি গুগলের প্রকাশ করা এক তালিকায় এই তথ্য উঠে আসে।

এই বছরে বলিউডের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল দীপিকা পাড়ুকোন-রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস এবং ইশা আম্বানি-আনন্দ পিরামলের বিয়ে। কিন্তু এসব আলোচিত বিয়েকে পেছনে ফেলে গুগলের সার্চ লিস্টের শীর্ষে জায়গা করে নিয়েছেন বলিউডের এই বেবিডল।
 
গুগলের প্রকাশিত এই তালিকা বলে- দীপিকা পাড়ুকোন কিংবা প্রিয়াঙ্কা চোপড়ার মতো বলিউডের অনেক জনপ্রিয় তারকাকে পিছনে ফেলেছেন তিনি। শুধু নারীদের নয়, সার্চে পুরুষ অভিনেতাদেরও ছাড়েননি তিনি। খান সাম্রাজ্যের বড় বড় খানেরাও এই সার্চ তালিকায় রয়েছেন অনেক পেছনে। ‘জিসম টু’ ছবির এই নায়িকার সঙ্গে পেরে ওঠেননি সালমান, আমির বা শাহরুখ খানেরা।

চলতি বছরে সানির কোনো সিনেমা মুক্তি না পেলেও সক্রিয় ছিলেন সোশ্যাল মিডিয়া ও অন্য ডিজিটাল প্লাটফর্মে। শীগগিরই তাকে দেখা যাবে 'ধামাল' সিনেমার সিক্যুয়েল 'টোটাল ধামাল'-এ।