আলোচিত অভিনেতা-অভিনেত্রী
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
দেশীয় শোবিজের বড় একটি মাধ্যম নাট্যাঙ্গন। বছর জুড়ে অসংখ্য নাটক টেলিছবি নির্মাণ হয় এবং বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়। এই নাটক-টেলিছবিতে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন বেশ কয়েকজন অভিনেতা ও অভিনেত্রী। এবার বছর জুড়ে দর্শকদের মুগ্ধ করেছেন এমন আলোচিত কয়েকজন অভিনেতা ও অভিনেত্রীদের বিষয় তুলে ধরা হলো-
নুসরাত ইমরোজ তিশা
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। যেকোনো চরিত্রেই নিজেকে মানিয়ে নিতে তার জুড়ি মেলা ভার। এ বছরও তার অনবদ্য অভিনয় দেখা গেছে বেশ কিছু নাটক-টেলিছবিতে। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘আয়েশা’, ‘ডাকাতের বউ’, ‘একটু হাসো’, ‘ছলনা’, ‘মাহিনের রূপবান বিয়ে’, ‘লাগ ভেলকি লাগ’ প্রমুখ।
আফরান নিশো
অভিনেত্রা আফরান নিশো কাজের বিষয়ে যেমন খুঁতখুঁতে, তেমনি চরিত্র নির্বাচনেও দূরদর্শী। তার অভিনীত নাটক-টেলিছবিগুলো সেটারই প্রমাণ। এই অভিনেতার ‘লায়লা তুমি কি আমায় মিস করো?’, ‘বুকের বাঁ পাশে’, ‘লালাই’, ‘ডাকাতের বউ’, ‘ফেরার পথ নেই’, ‘জুনিয়র লতিফ আর্টিস্ট’সহ একাধিক নাটক-টেলিছবি দর্শকের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে।
মেহজাবিন চৌধুরী
মুগ্ধতার অপর নাম মেহজাবিন চৌধুরী। অনবদ্য অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন অসংখ্য দর্শকদের। তার অভিনীত ‘সোনালী ডানার চিল’ যেমন আলোড়ন তুলেছে, তেমনি ‘বুকের বাঁ পাশে’, ‘সিনেমা জীবন’, ‘জলসাঘর’, ‘পরিবার’, ‘তোমার অপেক্ষায়’, ‘লাভ ভার্সেস ক্রাশ’ নাটক-টেলিছবিগুলো এ বছরে পেয়েছে দর্শকপ্রিয়তা।
জিয়াউল ফারুক অপূর্ব
পরিণত একজন অভিনেতা অপূর্ব। এর প্রমাণ তিনি বারবার দিয়েছেন তার অভিনয়ের মাধ্যমে। এ বছরে ‘বিনি সুতোর টান’, ‘আদিত্যের মৌনতা’, ‘তোমার অপেক্ষায়’, ‘আমার পক্ষে তোমাকে রাখা সম্ভব না’, ‘শেষ পর্যন্ত’, ‘জলসাঘর’, ‘নীল ফড়িংয়ের গল্প’, ‘হয়তো তোমার কাছেই যাবো’ নাটক-টেলিছবিগুলোতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
রাফিয়াথ রশিদ মিথিলা
বেশ কিছুদিন বিরতির পর রোজার ঈদে ছোট পর্দায় জন্য অভিনয় করেন মিথিলা। তার অভিনীত ‘বিয়ের দাওয়াত রইলো’, ‘নীল ফড়িংয়ের গল্প’ নাটকগুলো দর্শক মহলে নজর কেড়েছে। তিনি আলোচনায় ছিলেন বিজ্ঞাপনে কাজ করেও। তবে আলোচনা-সমালোচনা সবচেয়ে বেশি হয়েছে জনের সঙ্গে তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
চঞ্চল চৌধুরী
গত বছর ছোট পর্দায় তেমন কাজ না করলেও এ বছরে পুরোদমে কাজ করেছেন তিনি। চলতি বছরে তার অভিনীত ‘আয়েশা’, ‘নসু ভিলেনের সংসার’, ‘ফেয়ার প্লে’, ‘কলকাতার দাদাবাবু’, ‘কেউ যেন না জানে’সহ বেশ কিছু নাটক-টেলিছবি ছিল আলোচনার তুঙ্গে। এছাড়া মুঠোফোন সেবা প্রতিষ্ঠান রবির বেশ কয়েকটি বিজ্ঞাপনে অভিনয় দর্শকের নজর কেড়েছে।
জাকিয়া বারী মম
পুরো বছর জুড়েই আলোচনায় ছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। তার অভিনীত একাধিক নাটক-টেলিছবি দর্শকদের মুগ্ধ করেছে। এর মধ্যে- ‘জলসাঘর’, ‘আদিত্যের মৌনতা’, ‘তাহার ফিরে আসা’, ‘শ্রাবণ বৃষ্টির ঘনঘটা’, ‘প্রিয় অভিমান’, ‘লাটিম লাটিম প্রেম’, ‘প্রিয় মানুষ’, ‘মন্দবাসি’ প্রমুখ। এছাড়া তিনি আলোচনায় ছিলেন বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে।
মোশাররফ করিম
সবার থেকে একেবারেই ভিন্ন মোশাররফ করিম। যেকোন চরিত্রই পর্দায় ফুটিয়ে তুলেন মুহূর্তের মাঝে। অনান্য বছরের মতো এ বছরও তার অভিনীত একাধিক নাটক-টেলিছবি দর্শকদের মাঝে সাড়া জাগিয়েছে। এবার এই অভিনেতার উল্লেখযোগ্য কাজের তালিকায় ছিল ‘দানব’, ‘উগান্ডা মাসুদ’, ‘যমজ-১০’, ‘ফ্যাটম্যান ফ্যান্টাস্টিক’, ‘হাই প্রেসার-২’, ‘আস্থা’, ‘চাঁদের চাঁদা, ‘হায় সমশেদ!’ প্রমুখ।
অপর্ণা ঘোষ
অপর্ণা ঘোষ ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে মানিয়ে নিতে সবার থেকেই ব্যতিক্রম। এ বছর আলোচনায় ছিল তার অভিনীত বেশ কিছু নাটক। এর মধ্যে রয়েছে- ‘জাস্ট চেপে যান’, ‘প্রফেসর টম অ্যান্ড জেরি’, ‘দখিনা পবন’, ‘বউ আমার’, ‘যে তুমি হৃদয়ে থাকো’, ‘মালতী’, ‘মেঘবালিকার জন্য রূপকথা’। এই নাটক-টেলিছবিতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
মনোজ কুমার
এই সময়ে বেশ কয়েকজন তরুণ অভিনেতাই কাজ করছেন দেশীয় নাট্যাঙ্গনে। এর মধ্যে অনতম মনোজ কুমার। অল্প কাজ করলেও অনবদ্য অভিনয় গুণে নিজেকে নিয়ে এসেছেন আলোচনার কেন্দ্র বিন্দুতে। ২০১৮ সালে এই অভিনেতার বেশ কয়েকটি নাটক-টেলিছবি দর্শক মহলে ছিল আলোচনায়। এ বছরে তার অভিনীত আলোচিত নাটকগুলোর মধ্যে রয়েছে- ‘দূরত্বের নাম অভিযান’, ‘অভিনয়ে ফিরলেন রঞ্জন’, ‘যে গল্পের শেষ নেই’ প্রমুখ। এর বাইরেও তিনি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে ছিলেন আলোচনায়।
