শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

এবার একসঙ্গে অভিনয় করবেন শাহরুখ-সালমান!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

শাহরুখ-সালমান মানেই নতুন কিছু, ভিন্ন আমেজ। সম্প্রতি শাহরুখ খানের ‘জিরো’ ছবিতে বহুদিন পরে অনস্ক্রিন শাহরুখ এবং সালমানের দেখা মিলেছে। এরপরই বলি পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে খান সাম্রাজ্যের দুই স্তম্ভকে নাকি ফের এক সঙ্গে দেখা যেতে পারে।

শোনা যাচ্ছে, দুই বন্ধুকে নিয়ে গল্প লিখেছেন সঞ্জয়লীলা বানসালী। চিত্রনাট্য অনুযায়ী সেই বন্ধুত্বই বদলে যাবে শত্রুতায়। এমন জমাটি স্ক্রিপ্টে শাহরুখ-সালমান ছাড়া অন্য কাউকে কাস্ট করতে চান না সঞ্জয়।

উল্লেখ্য, ২০০২-এ মুক্তি পেয়েছিল হাম তুমহারে হ্যায় সানম। সেখানে শেষবার দীর্ঘ চরিত্রে একসঙ্গে দেখা গিয়েছিল এই দুই তারকাকে। ‘জিরো’তে সালমান অতিথি শিল্পী। তাই তাতে মন ভরেনি অনুরাগীদের। পূর্ণ দৈর্ঘ্যের চরিত্রে দুই তারকাকে এক সঙ্গে দেখার ইচ্ছে এবার সম্ভবত পূর্ণ করবেন সঞ্জয়।