শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

এক পোশাকেই উষ্ণতা ছড়ালেন সারা!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

মুক্তি পেয়েছে ‘কেদারনাথ’ ও ‘সিম্বা’। রুপালি পর্দায় আবির্ভাবেই সকলের মন জিতে নিয়েছেন সাইফ কন্যা সারা আলি খান। সত্যি বলতে, বলিউডে পা রাখার আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছিলেন সকলের মন।
নতুন করে সোশ্যাল মিডিয়াকে চমকে দিলেন বলি-সুন্দরী। নীল বসনে জিতে নিলেন নেটিজেনদের হৃদয়। গত বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে আঁটোসাঁটো পোশাকে হাজির হন সারা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, সারার ওই পোশাকের দাম রীতিমতো আকাশচুম্বী। ১ লক্ষ ৬৮ হাজার ৪০৯ টাকা দাম সেটির। পিটার পিলোত্তো নামের এক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ডের তৈরি ওই পোশাক।

পোশাকটি মন জিতে নিয়েছে সকলের। ভি নেক, লং স্লিভ ও ৩ডি নিট কর্ডের সমাহারে পোশাকটির ঔজ্জ্বল্যে মুগ্ধ সবাই। সুন্দরী সারা আরো আকর্ষণীয়া হয়ে উঠেছেন এতে।

প্রসঙ্গত, তারকা কন্যা সারা আলি খান প্রথম দু’টি ছবিতেই তার অভিনয়ে চমকে দিয়েছেন।