শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

হাসপাতালে চিকিৎসাধীন কাদের খান, মৃত্যুর গুজব ওড়ালেন ছেলে

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি বলিউডের বিখ্যাত অভিনেতা কাদের খান। রোববার গভীর রাতে আচমকাই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তাকে শ্রদ্ধা জানানোর হিড়িক পড়ে যায় নেটিজেনদের মধ্যে।
কিন্তু সেই খবর আদৌ সত্যি নয়। এমনটাই জানিয়েছেন কাদের খানের ছেলে সরফরাজ খান। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে যাওয়ার পরই তিনি সংবাদসংস্থা পিটিআই-কে একথা জানান।

সরফরাজ ও তার স্ত্রী শশীতা কানাডার বাসিন্দা। কাদের খানও সেখানেই ছেলে ও পুত্রবধূর সঙ্গেই থাকেন। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে তাকে ভর্তি করা হয় সেখানকার হাসপাতালে।
 
রোববার গভীর রাতে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় যে কাদের খান প্রয়াত। হাসপাতালেই মৃত্যু হয়েছে ৮১ বছরের ওই অভিনেতার। কিন্তু এটা নিছকই গুজব বলে দাবি সরফরাজের। তার বক্তব্য, বাবার শ্বাসকষ্টজনিত সমস্যা আবারো বেড়েছে। তাই তাকে ভেন্টিলেশনে দেয়া হয়েছে।

জানা গিয়েছে, কাদের খান নিউমোনিয়ায় আক্রান্ত। তিনি ভালো করে কথাও বলতে পারছেন না। হাসপাতালে চিকিৎসকদের একটি দল তার শারীরিক পরিস্থিতির উপর ২৪ ঘণ্টা নজর রেখেছে। এখনো পর্যন্ত তার শারীরিক অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।

সরফরাজ জানিয়েছেন, তার বাবার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। কিন্তু তিনি (কাদের খান) এখনই হাঁটতে পারছেন না। তবে শীঘ্রই কাদের হাঁটা শুরু করবেন বলে দাবি করেছেন তার ছেলে সরফরাজ।