শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

‘হ্যালো’, ডাক দিলেন সাহসী চরিত্রের প্রিয়ঙ্কা!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

সাহসী পোশাকে তো বটেই। সাহসী চরিত্রেও তিনি। অর্থাৎ অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকার। তিনি দর্শকদের বলছেন, ‘হ্যালো’। কিন্তু কোথায়?

গত শনিবার থেকে ‘হইচই’ প্ল্যাটফর্মে সৌমিক চট্টোপাধ্যায়ের পরিচালনায় শুরু হয়েছে ওয়েব সিরিজ ‘হ্যালো’র দ্বিতীয় সিজনের স্ট্রিমিং। প্রিয়ঙ্কার অভিনয় দর্শকদের একটা বড় অংশকে মুগ্ধ করেছে।

‘হ্যালো’ সিজন ওয়ানে পোশাক হোক বা চরিত্র, সাহসী প্রিয়ঙ্কাকে দেখেছিলেন দর্শক। তার অভিনয়ও প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। ওই সিজনে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন রাইমা সেন, জয় সেনগুপ্ত প্রমুখ। এবারও কাস্ট লিস্ট অপরিবর্তিত।

 

1.‘হ্যালো’, ডাক দিলেন সাহসী চরিত্রের প্রিয়ঙ্কা!

দ্বিতীয় সিজনের শুটিংয়ের শুরুতেই প্রিয়ঙ্কা বলেছিলেন, হ্যালো সিজন-টু নিয়ে আমি খুব এক্সাইটেড। খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমার কেরিয়ারে। দর্শকের যে ভালবাসা পেয়েছি সিজন ওয়ানে সিজন টু-এও সেটা পাব আশা করছি।