‘চ্যাম্পিয়ন’ দীপিকা!
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:১৪ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
বলিউড সুপারস্টার সালমান খান। অভিনয় দিয়ে ভক্তদের মন জয় করেছেন তো বটেই পাশাপাশি অনুষ্ঠান হোস্ট করাতেও রযেছে তার বিশেষ দক্ষতা। আর তাই এবার সাল্লু ভাই এর ‘বিগ বস সিজন ১২’র চ্যাম্পিয়ন হলেন টিভি অভিনেত্রী দীপিকা কাক্কার।
এই প্রতিযোগিতার গ্রান্ড ফিনাল অনুষ্ঠিত হয় রোববার রাতে। আর সেই অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হিসেবে নাম ঘোষণা করা হয় দীপিকা কাক্কারের নাম। রানার্স-আপ হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রীসন্থ। তার সঙ্গে দীপিকার সম্পর্ক নিয়ে কিছুদিন আগেও আলোচনা ছিল তুঙ্গে।
বিগ বসে চ্যাম্পিয়ন্স হওয়ার জন্য একটি সুদৃশ্য ট্রফির সঙ্গে পুরস্কার মূল্য হিসাবে দীপিকা পেলেন ৩০ লাখ টাকা। দীপিকা প্রথম জীবনে ছিলেন এক জন বিমানসেবিকা। ‘নীর ভরে তেরি নয়না দেবী’ সিরিয়াল দিয়ে বলিউডে ডেবিউ করেন এই অভিনেত্রী।
সারা সিজনের মতো বিগ বসের ফাইনালেও ছিল চমক। চ্যাম্পিয়ন ঘোষণা করার আগে তিন জন ফাইনালিস্টকে শো ছেড়ে যাওয়ার সুযোগ দেয়া হয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে ২০ লক্ষ টাকা নিয়ে বেরিয়ে যান দীপক ঠাকুর। অবশ্য দীপিকা ও শ্রীসন্থের থেকে ভোটও কম পেয়েছিলেন দীপক।
বিগ বস সিজন ১২-এর ফাইনালের অন্যতম আর্কষণ ছিল সালমান খানের নাচ। ‘পার্টনার’ সিনেমার টাইটেল গান ও ‘ক্যারেক্টার ঢিলা’ গানের তালে দীপিকা ও শ্রীসন্থের সঙ্গে সাল্লু ভাইয়ের নাচ নজর কেড়েছে বিগ বস ভক্তদের।
