শনিবার   ২২ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৭ ১৪৩২   ০১ জমাদিউস সানি ১৪৪৭

চিত্রপরিচালক মৃণাল সেন আর নেই

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:০৫ এএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

উপমহাদেশের প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন মারা গেছেন। রোববার সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

মৃণাল সেন ১৯২৩ সালের ১৪ মে বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন।

বাঙালি এই প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার ১৯৫৫ সালে মৃণাল সেন পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘রাতভোর’ মুক্তি পায়।

তার আগে ১৯৫০ সালে ‘দুধারা’ নামে একটি সিনেমা পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। যদিও সিনেমাটির পরিচালক হিসেবে নাম রয়েছে ‘অনামী’।

দ্বিতীয় চলচ্চিত্র ‘নীল আকাশের নীচে’ মৃণাল সেনকে আপামর দর্শকের সঙ্গে সুপরিচিত করে তোলে। তৃতীয় চলচ্চিত্র ‘বাইশে শ্রাবণ’ তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়।

এর পর ভুবন সোম, একদিন প্রতিদিন, খারিজ, আকালের সন্ধানে, মহাপৃথিবী, অন্তরীণ, আমার ভুবনসহ বিভিন্ন চলচ্চিত্র পরিচালনা করেন। এ ছাড়া হিন্দি, উড়িষ্যা ও তেলেগু ভাষায় চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি।