সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

আরব আমিরাতকে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪২ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার

 দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ খেলায় স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৩২ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের সিরিজ জয়ের পাশাপাশি স্বাগতিক আমিরাতকে ২-০ ব্যবধানে হারালো বাংলাদেশ।

প্রথম খেলার মত দ্বিতীয় ম্যাচেও শুরুটা ভাল করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারেই দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় টাইগাররা। প্রথম ম্যাচে শূন্য করা সব্বির ব্যর্থ হন ব্যাটে রান খরা কাটাতে। ৯ বলে ১২ রান করেন তিনি। পরে লিটন কুমার দাস কিছুটা হাত খুলে খেলার চেষ্টা করলেও ২৫ করেই থামেন এই অভিজ্ঞ ব্যাটার। প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে অর্ধশতক হাকানো আফিফ ফেরেন ব্যক্তিগত ১৮ রানে। অর্ধশতকের সম্ভাবনা জাগিয়েও ৪৬ রানে সাবির আলির বলে এলবিডাব্লিউ হন মেহেদী হাসান মিরাজ।

শেষের দিকে মোসাদ্দেকের ২৭ রানের পর দুই অপরাজিত ব্যাটার ইয়াসি আলী রাব্বি ও নুরুল হাসান সোহানের যথাক্রমে ২১ ও ১৯ রানের ইনিংসের সুবাধে স্কোর বোর্ডে ১৬৯ রান জড়ো করে বাংলাদেশ।
জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৭ রান করে স্বাগতিকরা। সর্বোচ্চ ৫১ রান করেন রিজওয়ান। এছাড়াও ৪২ রান করেন বাসিল হামিদ। মোসাদ্দেক বল হাতে ২ ওভারে ৮ রান খরচায় নেন ২ উইকেট। এছাড়াও একটি করে উইকেট নেন ইবাদত, তাসকিন ও নাসুম