মঙ্গলবার   ১৮ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩ ১৪৩২   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিপিএল খেলতে যাওয়া প্রথম ‘এমপি’ মাশরাফি

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৫:০৮ এএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নড়াইল-২ আসনে বেসরকারি হিসেবে বিজয়ী হয়েছেন। রোববার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এ তথ্য জানা গিয়েছে।

নড়াইল-২ আসনে ১৪০টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে মাশরাফি বিন মর্তুজা নৌকা প্রতীকে ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট।

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কের এ বিজয়ে তার ভক্ত-সমর্থকদের পাশাপাশি উদ্বেলিত বাংলাদেশ প্রিমিয়ার লিগে তার দল রংপুর রাইডার্সও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে অভিনন্দন জানিয়ে ছবি পোস্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

যেখানে মাশরাফিকে তারা অভিহিত করেছে বিপিএলে খেলতে যাওয়া প্রথম এমপি তথা সংসদ সদস্য হিসেবে। ছবির ক্যাপশনে তারা লিখেছে, ‘আরেকটি অসাধারণ অর্জনে মাশরাফি বিন মর্তুজাকে অভিনন্দন। বিপিএলে খেলতে যাওয়া প্রথম এমপি হতে যাচ্ছেন মাশরাফি।’