মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫   কার্তিক ২০ ১৪৩২   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

সিবগাতুর রহমানের কবিতা: শক্তি দাও

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৬:২৮ এএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

হে খোদা করুণাময় হে আমার বিধাতা
তুমি ছাড়া এ ভবে আমার নাহি কোনো ত্রাতা।
দিবস রজনী তোমারে ডাকি হে সর্বশক্তিমান
কৃপা কর মোরে ওগো দয়াময় করো পরিত্রাণ।

হে খোদা আমায় সাহারা দাও
না হয় বিপদে লড়িতে পারি এমন শক্তি দাও।
হে খোদা আমায় পথ দেখাও
না হয় আঁধারে চলিতে পারি এমন শক্তি দাও।
হে খোদা আমায় রিজিক দাও
না হয় ক্ষুধা সহিতে পারি এমন শক্তি দাও।
হে খোদা আমায় ধৈর্য দাও
না হয় আঘাত সহিতে পারি এমন শক্তি দাও।
হে খোদা আমায় সঙ্গী দাও
না হয় একাই চলিতে পারি এমন শক্তি দাও।
হে খোদা আমায় শান্তি দাও
না হয় দুঃখ সহিতে পারি এমন শক্তি দাও।
হে খোদা আমায় মরণ দাও
না হয় যেন বাঁচিতে পারি এমন শক্তি দাও।
হে খোদা আমায় বারদা দাও
না হয় যেন জ্বলিতে পারি এমন শক্তি দাও।

দ্বীন দুনিয়ার মালিক তুমি ওগো ক্ষমতাবান
আমারে তুমি রক্ষা কর পার কর এ নিদান।