রোববার থেকে রাজধানীতে যেসব স্থানে বিএনপির সমাবেশ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৫০ এএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রোববার
জ্বালানী তেল ও পরিবহন ভাড়াসহ সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় ছাত্রনেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও নারায়ণগঞ্জের যুবদল নেতা শাওন প্রধানকে হত্যার প্রতিবাদে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। যেসব স্থানে সমাবেশ করবে বিএনপি।
১১ সেপ্টেম্বর (রোববার) বেলা ৩টায় উত্তরা পূর্ব জোনে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১২ সেপ্টেম্বর (সোমবার) বেলা ৩টায় সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে জোন-০৩, শাহবাগ, রমনা এলাকা। উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ৩টায় উত্তরা পশ্চিম জোন উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলায় ৩টায় পল্লবী জোন উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
১৬ সেপ্টেম্বর (শুক্রবার) বেলা ৩টায় বাহাদুর শাহ পার্ক (ভিক্টোরিয়া পার্ক), জনসন রোড, সূত্রাপুর অথবা ধোলাইখাল লিংক রোড, সূত্রাপুর জোন-০৬, সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, কোতয়ালী, বংশাল এলাকা উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বেগম সেলিমা রহমান।
১৭ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৭ টা হতে রাত ৮ টা পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে মৌন অবস্থান কর্মসূচি করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
১৮ সেপ্টেম্বর (রোববার) বেলা ৩টায় জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজার পাশে অথবা আদ-দ্বীন হাসপাতালের পাশে অথবা পোস্তগোলা শ্মশান ঘাটের সামনে জোন-০৮, শ্যামপুর, কদমতলী এলাকায় থাকবেন স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
১৯ সেপ্টেম্বর সোমবার বেলা ৩টায় গুলশান জোন উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
২০ সেপ্টেম্বর(মঙ্গলবার) বেলা ৩টায় বাসাবো বালুর মাঠ (কদমতলা খেলার মাঠ) জোন-০২, খিলগাঁও, সবুজবাগ, মুগদা এলাকা উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
২১ সেপ্টেম্বর (বুধবার) বেলা ৩টায় মিরপুর জোন, উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
২২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ৩টায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল ও বায়তুন নুর মাদ্রাসা সংলগ্ন সড়ক অথবা সারুলিয়া গরুর হাট সংলগ্ন খালি মাঠ অথবা সারুলিয়া ওয়াসা রোড সংলগ্ন খালি জায়গা অথবা কোনাপাড়া ধার্মিক পাড়া সংলগ্ন খালি জায়গা জোন-০৭, যাত্রাবাড়ী, ডেমরা, উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং ড. মঈন খান।
২৩ সেপ্টেম্বর (শুক্রবার) বেলা ৩টায় মোহাম্মদপুর জোন, উপস্থি থাকবেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
২৪ সেপ্টেম্বর (শনিবার) বেলা ৩টায় নিউ পল্টন ইরানী মাঠ অথবা ইসলামবাগ ঈদগাহ মাঠ অথবা ২৪নং ওয়ার্ড ক্রীড়া ভবন সংলগ্ন অথবা কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠ জোন-০৫, লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
২৫ সেপ্টেম্বর (রোববার) বেলা ৩টায় বাড্ডা জোন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
২৬ সেপ্টেম্বর (সোমবার) বেলা ৩টায় কলাবাগান স্টাফ কোয়ার্টার মাঠ জোন-০৪ নিউ মার্কেট, হাজারীবাগ, কলাবাগান, ধানমন্ডি, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ৩টায় তেজগাঁও জোন, উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
