নিজ আসনে বিপুল ভোটে বিজয়ী শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
রোববার (৩০ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দীন আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে, নৌকা প্রতীকে শেখ হাসিনা পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জিলানী পেয়েছেন মাত্র ১২৩ ভোট।
এর আগে, গোপালগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোখলেসুর রহমানও সরকার বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
