ম্যাচ সেরা মিরাজ, সিরিজ সেরা হোপ
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৩৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮ শুক্রবার
উইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ৮ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। ১৯৯ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিম-সৌম্য ঝড়ে ৬৯ বল বাকি থাকতেই জয় তুলে নিয়েছে মাশরাফিবাহিনী। ম্যাচে সেরা হয়েছেন মেহেদী মিরাজ আর সিরিজ সেরা শাই হোপ।
শেষ ম্যাচে মূলত মেহেদী মিরাজের বোলিং তোপে মড়ক লাগে সফরকারীদের ব্যাটিং লাইন আপে। মিরাজ তার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১০ ওভারে ১ মেডেনে তুলে নিয়েছেন চার উইকেট। রান দিয়েছেন মাত্র ২৯। ফলে সিরিজ নির্ধারণী ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন তিনি।
অন্যদিকে আগের ম্যাচে অপরাজিত ১৪১ রানের পর তৃতীয় ম্যাচেও অপরাজিত ১০৮ রান করেন শাই হোপ। সিরিজ সেরা হয়েছেন তিনি।
