বুধবার   ১৪ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৬ জ্বিলকদ ১৪৪৬

প্রতিপক্ষের মাঠে পিএসজি বড় জয়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার

প্রতিপক্ষের মাঠে দি মারিয়া-এমবাপে ও ইকার্দির গোলে বড় জয় পেয়েছে পিএসজি। নিসকের মাঠে শুক্রবার রাতে ৪-১ গোলে হারিয়েছে টমাস টুখেলের দল। প্রথমার্ধে জোড়া গোল করেন দি মারিয়া। ম্যাচের শেষ দিকে নিসের জালে বল পাঠান এমবাপে ও ইকার্দি।

খেলার পঞ্চদশ মিনিটে ফরাসি চ্যাম্পিয়নদের এগিয়ে নেন দি মারিয়া। ইকার্দির চমৎকার পাস পেয়ে বল পায়ে এগিয়ে যান অরক্ষিত আর্জেন্টাইন মিডফিল্ডার। বিপদ দেখে এগিয়ে আসেন গোলরক্ষক। তেমন কিছু করতে পারেননি তিনি, কোনাকুনি শটে জাল খুঁজে নেন দি মারিয়া। ২১তম মিনিটে ব্যবধান বাড়ান তিনি। তমা মুনিয়ের উঁচু করে বাড়ানো বলে ছুটে গিয়ে বাঁ পায়ে দারুণ চিপে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল পাঠান জালে।

 

 

দ্বিতীয়ার্ধে ৬৭তম মিনিটে ইগনাতিয়োস গানাগোর গোলে ব্যবধান কমায় নিস। চার মিনিটের মধ্যে নিসের দুই খেলোয়াড় মাঠ ছাড়লে এলোমেলো হয়ে যায় জমে উঠা ম্যাচ। ৮৩তম মিনিটে মাঠে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে জালের দেখা পেয়ে যান এমবাপে। দি মারিয়ার শট দান্তে ফিরিয়ে দিলে বল পান অরক্ষিত এমবাপে। তরুণ ফরাসী ফারোয়ার্ড গড়ানো শটে স্কোর লাইন করে ফেলেন ৩-১।

৯০তম মিনিটে আক্রমণে থাকা ত্রয়ীর বোঝা পড়ায় চতুর্থ গোলটি আদায় করে নেয় পিএসজি। প্রতি আক্রমণ থেকে বল পেয়ে দি মারিয়া বল বাড়ান এমবাপেকে। তার ডিফেন্স চেরা স্কয়ার পাসে বাকিটা সহজেই সারেন ইন্টার মিলান থেকে ধারে খেলতে আসা ইকার্দি।

 

১০ ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান সুসংহত করলো পিএসজি। সমান ম্যানে ১৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে নিস। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে নানতেস।