সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

মাত্র দুটি উপায়ে ব্রণ দূর করুন স্থায়ীভাবে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার

শুধুমাত্র বয়ঃসন্ধিতে ব্রণ হয় এই ধারনাটি ভুল। ব্রণ এখন যেকোনো বয়সেই হয়ে থাকে। ব্রণ যে শুধু সৌন্দর্যহানির কারণ তা কিন্তু নয়, অনেকের ক্ষেত্রে এর ফলে আত্মবিশ্বাসও কমে যায়।

কিন্তু জানেন কি, একটু সচেতনতা আর ধৈর্য থাকলে ব্রণ দূর করা কোনো কঠিন বিষয় নয়। এ বিষয়ে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি  ব্রণ দূর করার কিছু ঘরোয়া উপায় জানিয়েছে। চলুন তবে জেনে নেয়া যাক সেই উপায় দুটি-

 

অ্যাসপিরিন
অ্যাসপিরিনের মধ্যে রয়েছে অ্যাসিটাইলসালিসাইলিক এসিড। এটি স্যালিসাইলিক এসিডের সঙ্গে সম্পর্কিত। এই উপাদান প্রদাহ কমিয়ে ব্রণ দূর করতে সাহায্য করে।

একটি অ্যাসপিরিনকে গুঁড়া করে নিন এবং পেস্ট তৈরি করুন।একটি কটন বাডের মধ্যে পেস্ট নিয়ে ব্রণের জায়গায় লাগান। ১০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক থেকে দুবার এ পদ্ধতি অনুসরণ করুন।

লেবুর রস
লেবুর মধ্যে থাকা এসিড উপাদানের জন্য এটি ব্রণ কমাতে উপকারি। লেবু ময়লা পরিষ্কার করে। ব্রণ দূর করতে প্রতিদিন এটি ত্বকে লাগাতে পারেন। তবে ত্বক খুব শুষ্ক মনে হলে দুই থেকে তিন দিন ব্যবহার করুন।

২০১৮ সালে করা একটি জার্নালে বলা হয়, লেবু প্রোপাইয়োনিব্যাকটেরিয়াম একনেস ও স্ট্যাফাইলোকোক্কাস এপিডারমিডিস জীবাণুর বৃদ্ধি কমায়। এগুলো ব্রণের জন্য দায়ী।

 

ব্রণের মধ্যে লেবু ঘষুন এবং ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। সমপরিমাণ লেবুর রস ও গোলাপজল একত্রে মেশান। মিশ্রণটি আক্রান্ত স্থানে মাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। দেখবেন ফলাফল বেশ ভালো।