সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৬ ১৪৩১   ১২ জ্বিলকদ ১৪৪৫

উচ্চতা বাড়াবে পোশাক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার

কি শিরোনাম দেখে অবাক হলেন তো? ভাবছেন পোশাক আবার উচ্চতা বাড়ায় কিভাবে? পোশাক আপনাকে লম্বা করবে না ঠিকই, তবে কিছু কৌশল খাটিয়ে পোশাক পরলে আপনাকে বেশ লম্বা দেখাবে।

তাই নিজেদের কম উচ্চতা নিয়ে যাদের আক্ষেপ রয়েছে, তারা পোশাক নির্বাচনে অনুসরণ করতে পারেন কিছু কৌশল। তাহলে চলুন জেনে নেয়া যাক পোশাক নির্বাচনে কোন কৌশল অবলম্বন করলে নিজেকে লম্বা দেখানো যায়:-

 

 

একরঙা পোশাক পরুন
সাধারণত একরঙা পোশাক শারীরিক বিভিন্ন খুঁত লুকিয়ে নিতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে। তাই গাঢ় শেডের একরঙা পোশাক পরুন। এতে আপনাকে বেশ লম্বা দেখানোর পাশাপাশি অনেক আকর্ষণীয় দেখাবে।

 

নিজেকে লম্বা দেখাতে এই ধরনের বড় প্রিন্টের পোশাক না পরাই ভাল

নিজেকে লম্বা দেখাতে এই ধরনের বড় প্রিন্টের পোশাক না পরাই ভাল

বড় প্রিন্টের পোশাক পরবেন না
বড় বড় উজ্জ্বল রঙের প্রিন্টের পোশাক শারীরিক গড়নকে খুব বেশি মাত্রায় প্রকাশ করে। এতে যেমন খাটো দেখায় তেমনি মোটাও লাগে। তাই যতটা সম্ভব বড় ছাপযুক্ত পোশাক এড়িয়ে চলুন।

লম্বালম্বি নকশার পোশাক পরুন
পোশাক নির্বাচনের ক্ষেত্রে বেছে নিতে পারেন লম্বালম্বি বা স্ট্রাইপের নকশা। এতে উচ্চতা খানিকটা বেশি দেখায়। আড়াআড়ি নকশার পোশাক একেবারে এড়িয়ে চলুন।

 

রঙের বৈপরীত্য এড়িয়ে চলুন
পোশাকে রঙের বৈপরীত্য অর্থাৎ কন্ট্রাস্ট যতটা সম্ভব এড়িয়ে চলুন। বিশেষ করে সালোয়ার-কামিজে বিপরীতধর্মী রঙ একেবারেই পরবেন না। চেষ্টা করুন একই রঙের পোশাক পরার।

 

 

ছোট হাতার পোশাক পরুন
পোশাকে ফুল হাতা বা থ্রি-কোয়ার্টার হাতের পরিবর্তে ছোট হাতার পোশাক পরুন। হাত অনেকটুকু বের হয়ে থাকে বলে আপনাকে দেখতেও লম্বা লাগবে।

প্যান্ট ও সালোয়ারের ধরন
খুব বেশি ঢোলা প্যান্ট বা সালোয়ার কোনোটাই পরবেন না। বেল বটম বা ডিভাইডার প্যান্ট এড়িয়ে চলুন। জেগিংস,লেগিংস বা ন্যারো কাটের প্যান্ট পরতে পারেন অনায়াসে। এতে লম্বা দেখাবে। 

 

বেছে নিতে পারেন টপস
টপসের ক্ষেত্রে একটু বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ সব ধরনের টপস কম উচ্চতার মানুষদের মানায় না। ফ্রক টাইপের বা গোল ঘেরের টপস যেন খুব বেশি লম্বা না হয়। 

 

 

শাড়ি রকমারি
শাড়ির নকশা ও পরার ধরনও কিন্তু বাড়িয়ে তুলতে পারে আপনার উচ্চতা। চওড়া ও ভারী কাজের পাড়ওয়ালা শাড়ি পরলে লম্বা মানুষকেও খাটো দেখায়। তাই চিকন পাড়ের শাড়ি পরুন। শাড়ি কুচি দিয়ে পরুন এবং আঁচল ভাঁজ করে নিন। এভাবে শাড়ি পরলে লম্বা দেখাবে।