বৃহস্পতিবার   ১৮ সেপ্টেম্বর ২০২৫   আশ্বিন ৩ ১৪৩২   ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

কার্তিক-সারা ব্রেক-আপ, গুঞ্জন তুঙ্গে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০১ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার

সারা আলি খান এবং কার্তিক আরিয়ানের প্রেমের সম্পর্কের কথা বলিউডের সবারই জানা। তবে এখন বলি পাড়ায় কান পাতলেই তাদের ব্রেক-আপের গুঞ্জন ঘুরপাক খাচ্ছে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, বর্তমানে দু’জনেই নিজেদের ক্যারিয়ার নিয়ে ভীষণভাবে ব্যস্ত। নিজেদের জন্য সময় মিলছে না একেবারেই। আর তাই বিচ্ছেদের পথেই হাঁটতে চলেছেন তারা এমনটাই মনে করছেন তাদের ভক্তরা। এমন খবরে স্বভাবতই মন খারাপ কার্তিক-সারার ফ্যানদের।

 

ইমতিয়াজ আলি পরিচালিত ‘লাভ আজ কাল ২’-এর শুটিংয়ের সময় থেকেই তাদের প্রেম গাঢ় হতে থাকে। কিছু দিন আগেও জিম থেকে শুরু করে রেস্টুরেন্ট সব জায়গাতেই একসঙ্গে দেখা যেত তাদের।

জানা গিয়েছে, শুটিং শেষ হওয়ার পর থেকেই সম্পর্কে অবনতি হতে শুরু করে। কার্তিক ব্যস্ত হয়ে পড়েন ‘ভুল ভুলাইয়া ২’ এর শুটিংয়ে। সারা-ও বরুণ ধবনের সঙ্গে ‘কুলি নম্বর ১’ এর শুটিংয়ে নিজেকে ব্যস্ত করে ফেলেন।

ফলে ঘুরতে যাওয়া তো দূর অস্ত, ঠিক করে দেখাই হয় না তাদের। ‘আউট অব সাইট, আউট অব মাইন্ড’ প্রবচনটাই কি তবে খেটে গেল তাদের জন্য? উত্তরটা সময়ই বলে দিবে।