মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬   পৌষ ৩০ ১৪৩২   ২৪ রজব ১৪৪৭

দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার একসঙ্গে তারা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৬ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার

দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তিন নাম চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস ও অভিনেত্রী তারিন জাহান। নিজেদের কর্মের গুণে এ তিন অভিনয় শিল্পী সাফল্যের চূড়ান্ত শিখরে অবস্থান করছেন। দীর্ঘ ক্যারিয়ারে পর্দায় এ তিন জনকে কখনো একসঙ্গে দেখা যায়নি। কিন্তু এবার প্রথমবারের মতো একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তারা। 

গেলো ৯ ও ১০ অক্টোবর কক্সবাজারের মনোরম লোকেশনে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ করা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের আওতাধীন মৈত্রী শিল্পের পণ্যের বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আফতাব বিন তমিজ। 

 

বিজ্ঞাপনটি নির্মাণ প্রসঙ্গে আফতাব বিন তমিজ বলেন, রিয়াজ, ফেরদৌস ও তারিন তিনজনই বেশ আগ্রহ নিয়ে তাদের দায়িত্ববোধের জায়গা থেকেই বিজ্ঞাপনে কাজ করেছেন। নির্মাতা হিসেবে তাদের কাজে আমি ভীষণ সন্তুষ্ট। আমার বিশ্বাস বিজ্ঞাপন প্রচারে এলে দর্শকের ভালো লাগবে। 

এদিকে ফেরদৌস বর্তমানে ব্যস্ত রয়েছেন নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ সিনেমার কাজ নিয়ে। তারিন এরইমধ্যে সেলন সুপার সিঙ্গার রিয়েলিটি শো’র বিচারক হিসেবেও কাজ শেষ করেছেন। শো’টির গ্র্যাণ্ড ফিনালে আগামীকাল এনটিভিতে দেখাবে। এখানে তারিন তিন প্রধান বিচারকের একজন ছিলেন।