মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ৩০ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

নিসের বিপক্ষে রাতে মাঠে নামবে নেইমারহীন পিএসজি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৮ পিএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার

ফ্রেঞ্চ লিগ ওয়ানে আজ শুক্রবার রাতে মাঠে নামবে পিএসজি ও নিস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।

এই ম্যাচে পিএসজি দলের জার্সিতে খেলছেন না নেইমার। ইনজুরির কারণে ছিটকে গেলেন এই ব্রাজিলিয়ান। আর ইনজুরি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিচ্ছেন কিলিয়ান এমবাপে ও এদিনসন কাভানি।

সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পিএসজি। ৯ ম্যাচ শেষে ৭টিতে জয় নিয়ে তাদের পয়েন্ট ২১।

অন্যদিকে, সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে রয়েছে নিস। এই ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালি হলেও নিজেদের মাঠে সেরাটা দিয়েই লড়বে তারা।