মঙ্গলবার   ০৬ মে ২০২৫   বৈশাখ ২২ ১৪৩২   ০৮ জ্বিলকদ ১৪৪৬

খুন হলেন ‘টারজানে’র স্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২৮ এএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার

খুন হয়েছেন ‘টারজান’খ্যাত জনপ্রিয় অভিনেতা রন এলির স্ত্রী ভ্যালেরি। যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার সান্টা বারবারায় নিজের বাড়িতে ছুরিকাঘাতে নৃশংস ভাবে খুন হন তিনি। এদিকে পুলিশের গুলিতে ওই খুনিরও মৃত্যু হয়েছে। খুন করে সে ওই বাড়িতেই লুকিয়ে ছিলো।

সান্টা বারবারার পুলিশ জানিয়েছে, ৮১ বছর বয়সী ‘টারজান’খ্যাত অভিনেতা রন এলি এখন নিরাপদেই আছেন।

পুলিশ আরও জানিয়েছে, বিশেষ কারণে এলির বাড়িতে পুলিশকে ডাকা হয়। পুলিশ দ্রুত সাড়া দিয়ে সেখানে পৌঁছায়। হত্যকারীর পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

প্রসঙ্গত, ষাটের দশকে অনেকগুলো টিভি সিরিজ ও সিনেমায় কাজ করেন রন এলি। তার মধ্যে ১৯৬৬ সালের এনবিসি সিরিজ ‘টারজান’ ছিল রন এলির সবচেয়ে জনপ্রিয়। ১৯৭৫ সালে ‘ডক স্যাভেজ: দ্য ম্যান অব ব্রোঞ্জ’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় সাড়া ফেলেন তিনি।

২০০১ সালে অভিনয় থেকে অবসর নেন এলি। ভ্যালেরিকে ৩৫ বছর আগে বিয়ে করেন তিনি। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। সান্টা বারবারায় তিন সন্তানকে নিয়ে রন এলি ও তার স্ত্রী বসবাস করতেন।