মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

তাসকিনের খোঁজ নিলেন সৌরভ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৫৮ এএম, ১৯ অক্টোবর ২০১৯ শনিবার

ইনজুরির কারণে জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে থাকা পেসার তাসকিন আহমেদের খোঁজ নিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ। সেইসঙ্গে তার বর্তমান পরিস্থিতিও জানতে চেয়েছেন তিনি। 

বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ভারতের অন্যতম সফল অধিনায়ক বলেন, আচ্ছা তোমাদের ওই ছেলেটা কোথায়। ওই যে ডান হাতে জোরে বল করে। হ্যাঁ তাসকিন। চোট থেকে সুস্থ হয়ে ফিরেছে তো?

 

বাংলাদেশ দল নিয়ে তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেটে খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। তবে বোলিং আক্রমণটাকে ঠিক করতে হবে। বিশ্বকাপে ওটাই বাংলাদেশকে ডুবিয়েছে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরে চট্টগ্রামের হয়ে কয়েকটি ম্যাচে বোলিং করে আলোচনায় চলে আসেন তাসকিন আহমেদ। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পান তাসকিন।