মঙ্গলবার   ১৩ মে ২০২৫   বৈশাখ ২৯ ১৪৩২   ১৫ জ্বিলকদ ১৪৪৬

চার সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৭ এএম, ১৬ অক্টোবর ২০১৯ বুধবার

সিঙ্গাপুরে নাইজেরিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মাত্র ১২তম মিনিটে হ্যামস্ট্রিংয়ে চোট পান নেইমার। সঙ্গে সঙ্গে তাকে তুলে নেন ব্রাজিল কোচ তিতে। নেইমারের এবারের চোট মোটেই হালকা নয়। হ্যামস্ট্রিং ইনজুরি পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে দিল।

পিএসজি’র পক্ষ থেকে জানানো হয়েছে, আট দিন পর ফের নেইমারের চোট পরীক্ষা করে দেখা হবে। ফলে ধারণা করা হচ্ছে, যদি এই সময়ের মধ্যে ইনজুরির অবস্থা ভালোর দিকে যায়, তাহলে নির্ধারিত সময়ের আগেই হয়তো ২৭ বছর বয়সী ফরোয়ার্ডকে মাঠে ফিরতে দেখা যাবে। কিন্তু আপাতত কয়েক সপ্তাহ তাকে সাইডলাইনে বসেই কাটাতে হবে।