সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫   পৌষ ১৫ ১৪৩২   ০৯ রজব ১৪৪৭

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন ডেপুটি স্পিকার

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাট) আসনের বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া শৃঙ্খলা মেনে লাইনে দাঁড়িয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) সকালে সাঘাটা উপজেলার গটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি।

ভোট প্রদান শেষে ডেপুটি স্পিকার বলেন, গাইবান্ধাসহ সারাদেশে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সবরকম অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

তিনি আরও বলেন, সাঘাটা-ফুলছড়ি নৌকার ঘাটি। আমরা আশা করছি এ আসনে  নৌকা বিপুল ভোটে জয় পাবে।