ডিএসসিসির ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেলেন মানিক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৩১ পিএম, ১০ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
 
		
	ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১০ অক্টোবর) ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সি-ফরটি বিশ্ব মেয়র সম্মেলনে যোগ দিতে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে যাওয়ায় ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেন।
আজ হাসিবুর রহমান ডিএসসিসির নগর ভবনের মেয়র কার্যালয়ে অফিস করেন। সাঈদ খোকন মেয়র সম্মেলন উপলক্ষে প্রায় এক সপ্তাহ ডেনমার্কে অবস্থান করবেন।
এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত মেয়র হাসিবুর রহমান মানিক বলেন, ‘মেয়র সাঈদ খোকন আমাকে যে দায়িত্ব দিয়ে সম্মানিত করেছেন তা অবশ্যই সুষ্ঠুভাবে পালন করব।’
