বৃহস্পতিবার   ২০ নভেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৬ ১৪৩২   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিপুল ভোটে আমরা জয়ী হব : সাবের হোসেন চৌধুরী

নিউজ ডেক্স

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১৯ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার

ঢাকা-৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ। আশা করছি শেষ পর্যন্ত এই অবস্থা বিরাজ করবে।

রোববার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটপ্রদান করে তিনি এ কথা বলেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, জনগণ আমাদের পাশে আছে। আমরা বিপুল ভোটে জয়ী হব।

তিনি বলেন, গতকাল পর্যন্ত আমাদের প্রত্যাশা ছিল সবার অংশগ্রহণমূলক নির্বাচন। সেটা হচ্ছে।

এদিকে, কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আলীকে কেন্দ্রে সব দলের পোলিং এজেন্ট আছেন কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, পোলিং এজেন্ট আছে, তবে সব দলের আছে কি না তা জানি না।