ভৈরবে গভীর রাতে কেন্দ্র দখলের চেষ্টা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৩ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার
ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ চরেরকান্দা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিএনপি-জামায়াতের লোকেরা ওই কেন্দ্রের দখল নিতে হামলা চালায় বলে জানান ভৈরব থানার ওসি মোখলেছুর রহমান।
তিনি বলেন, ‘হামলাকারী বিএনপি-জামায়াতের কর্মীরা রাতে কেন্দ্রের দখল নিতে স্কুল মাঠে প্রবেশ করে। পরে তারা সংঘবদ্ধভাবে স্কুলে ঢিল ছুড়তে থাকে ও স্কুল কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এসময় কেন্দ্রে দায়িত্বে থাকা সবাই অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে হামলাকারীরা পালিয়ে যায়।’
ওসি মোখলেছুর রহমান আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কেন্দ্রে পাহারা জোরদার করা হয়েছে।
