শনিবার   ০৩ মে ২০২৫   বৈশাখ ১৯ ১৪৩২   ০৫ জ্বিলকদ ১৪৪৬

বাজারে আসার আগেই গুগল পিক্সেল ৪ এর দাম ফাঁস!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪৯ এএম, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

এখনো বাজারে ছাড়া হয়নি গুগল পিক্সেল ৪ এবং ৪এক্সএল। গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করার অভিনব পদ্ধতিসহ নানা সুবিধা থাকছে ফোনগুলোতে। কিছুদিনের মধেই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করার কথা রয়েছে। তার আগেই ফাঁস হয়েছে ডিভাইস দু’টির কানাডিয়ান বাজার মূল্য।

টুইটারে ডিভাইসটির দাম ফাঁস করেছেন ইভান ব্লাস। তিনি জানান, পিক্সেল ৪-এর ৬৪ গিগাবাইট সংস্করণের বাজার মূল্য শুরু হবে ১০৪৯.৯৫ কানাডিয়ান ডলার থেকে। আর ডিভাইসটির ১২৮ গিগাবাইট মডেলের দাম বলা হয়েছে ১১৯৯.৯৫ কানাডিয়ান ডলার। এছাড়া পিক্সেল ৪ এক্সএল-এর ৬৪ গিগাবাইট মডেলের বাজার মূল্য বলা হচ্ছে ১১৯৯.৯৫ কানাডিয়ান ডলার এবং ১২৮ গিগাবাইট মডেলের দাম ১৩৫৯.৯৫ কানাডিয়ান ডলার।

জানা গেছে, নতুন পিক্সেল ডিভাইসে ছয় গিগাবাইট র‍্যামের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর রাখা হবে। ডিভাইস্টির পেছনে থাকবে ডুয়াল ক্যামেরা ব্যবস্থা। এর মধ্যে মূল সেন্সরটি ১২ মেগাপিক্সেল এবং অন্যটি ১৬ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। পিক্সেল ৪ ও পিক্সেল ৪ এক্সএলে বেশ কয়েকটি নতুন ফিচারের দেখা মিলবে। আগামী ১৫ অক্টোবর এক ইভেন্ট ফোন দুটি উন্মোচন করতে পারে গুগল।